দঙ্গলের পর এবার চীনে মুক্তি পাচ্ছে বাহুবলী ২
প্রকাশ: ২০১৭-০৬-১৭ ১২:২১:৪৯
চীনের মাটিতে এ বার সম্মুখ সমর। একদিকে ভারতের বক্স অফিসে এত দিনের সমস্ত রেকর্ড ভেঙে ১৮০০ কোটির ব্যবসা করেছে এস এস রাজামৌলির ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। অন্য দিকে চীনে রিলিজের পর থেকে একের পর এক রেকর্ড করেই যাচ্ছে দঙ্গল। আয় করেছে প্রায় ১১৫০ কোটি টাকা। এ বার সেই দেশের মাটিতেই শুরু হতে যাচ্ছে দুই মহারথীর মহাযুদ্ধ। এক দিকে বাহুবলী, অন্য দিকে দঙ্গল।
১৭ সেপ্টেম্বরে ড্রাগনের দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। এক সঙ্গে ৪ হাজারটি স্ক্রিনে মুক্তি পাবে এই ছবি। সিনে বিশেষজ্ঞদের মতে, চীনে খুব সহজেই বক্স অফিসের দৌড়ে আমির খানকে পিছনে ফেলে দেবেন প্রভাস। এখনও পর্যন্ত চীন বাদে সারা বিশ্বে দঙ্গলের আয় ৭৫০ কোটি। আর শুধুমাত্র চীনেই আয় ১১৫০ কোটি টাকা। অন্য দিকে শুধুমাত্র ভারতেই বাহুবলীর আয় প্রায় ১৮০০ কোটি টাকা। বিশ্বে এই ছবির গ্রস আয় ৩ হাজার কোটি টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, সারা বিশ্বকে যে ভাবে মাতিয়ে রেখেছে বাহুবলী, তাতে চীনেও তাঁর ব্যতিক্রম হবে না। ফলে দঙ্গলের রেকর্ড ছাপিয়ে যেতে খুব বেশি সময় নেবে না এই ছবি।
ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা জানিয়েছেন, চীনের পাশাপাশি এই বছরের শেষের দিকে জাপান, কোরিয়া ও তাইওয়ানেও মুক্তি পাবে এই ছবি। সূত্র: আনন্দবাজার পত্রিকা