ভারতীয়দের আচরণে ক্ষুব্ধ মাহি যা বললেন
প্রকাশ: ২০১৭-০৬-১৭ ১২:৩৫:৩৫

ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি গত ৩ জুন ‘তুই শুধু আমার’ ছবির শ্যুটিংয়ে ব্রিটেনে যান। ছবিতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম ও ওম। যৌথপ্রযোজনার এ ছবির শ্যুটিংয়ে কলকাতার কয়েকজন সহকর্মীদের আচরণে ক্ষুব্ধ হয়েছেন মাহি। গতকাল শুক্রবার রাতে এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।
ফেসবুকে মাহি লিখেছেন, পারলে আমাকে মাফ করে দিও ‘মা’ (বাংলাদেশ)। আমি এমন কিছু ভারতীয়দের (সবাই না, শুধু মাত্র গুটিকয়েক) সাথে কাজ করছি যারা কথায় কথায় তোমাকে ছোট করার হিম্মত দেখায়…কিন্তু বিশ্বাস করো আমি এবং আমার মতো আরো ক’জন থাকতে তোমাকে ছোট করার ক্ষমতা কারো হবে না… কোনো দিন না… ‘তুমি’ (বাংলাদেশ) আর ‘মা’ থাকবে মাথার উপরে… কারণ তোমরা দুই জনই আমার ‘মা’…।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













