সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে নয় উইকেটের বড় জয় পায় ভারত। যাতে ২২ রানে দুই উইকেট নেয়া কেদার যাদবের ভূমিকা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তামিম ইকবাল (৭০) ও মুশফিকুর রহিমের (৬১) উইকেট দুটিই পেয়েছেন ভারতীয় এ অফ স্পিনার।
তিনি বলেন, আমি নেটে প্রচুর বোলিং করি। আগের ম্যাচগুলোতেও আমি উইকেট পেয়েছি। এই ম্যাচের আগে (বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল) আমি ছয় উইকেট পেয়েছি এবং তার বেশিরভাগই এসেছে টপ অর্ডার ব্যাটসম্যানদের বিপক্ষে। বোলিং নিয়ে আমার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস আছে। আমার বোলিং বৈচিত্র্যের কারণেই বড় ইনিংস করাটা ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে পড়ে। ব্যাটসম্যানরা কী করতে যাচ্ছে আমি সেটা বুঝতে পারি।