মাদারীপুরের রাজৈরের কামালদী নামক স্থানে যাত্রীবাহী বাস ও আমবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ২০ জন।
জানা যায়, সংঘর্ষের পর ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। মাদারীপুর রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।