

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরটা বাংলাদেশের জন্য খুবই রোমাঞ্চকর ছিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্টে অংশ নিলেও প্রতিযোগীতা চলাকালীনই একাধিকবার এর উত্থান-পতন হয়। আবার শেষটাও হয়েছে দারূণ। র্যাঙ্কিংয়ের ষষ্ঠ অবস্থান ধরে রেখেই টুর্নামেন্টকে বিদায় জানিয়েছে টাইগাররা।
তবে খুব বেশি সময় অবস্থানটা ধরে রাখতে পারল না মাশরাফিবাহিনী। ফাইনাল ম্যাচে ভারতকে টপকে পাকিস্তানের শিরোপা জয়ে র্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে সাতে নেমে গেছে টাইগাররা।
অন্যদিকে, র্যাঙ্কিংয়ে অবনতি হলেও ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলাতে খুব একটা শঙ্কা নেই বাংলাদেশের। পরবর্তী বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড ও এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ সাতটি দল সরাসরি এই আসরে খেলবে। সে পর্যন্ত বাংলাদেশের অবনতি হওয়ার সম্ভাবনা খুবই কম।