ভারতের সাহায্য নিতে অস্বীকার করল বিধ্বস্ত পাকিস্তান

আপডেট: ২০১৫-১০-২৮ ০০:১১:৫৪


pakistan-earthquakeহিন্দুকুশ পর্বতমালায় সৃষ্ট এক বিধ্বংসী ভূমিকম্পের ধাক্কায় বিপর্যস্ত কাবুল থেকে নয়াদিল্লি | আফগানিস্তানের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় অবস্থিত বদখশান প্রদেশের প্রধান শহর ফৈজাবাদের ৭৩ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের প্রায় ২১৩ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পের উৎসস্থল‚ রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৫ |

উত্তর ভারতের বিস্তীর্ন অঞ্চল সহ তাজাকাস্তান এবং চিন এর বেশ কিছু জায়গা কেঁপে ওঠে এই ভূমিকম্পের ধাক্কায় | তবে ভূমিকম্পের ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাকিস্তান এবং আফগানিস্তান | লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা | ইতিমধ্যেই পাকিস্তানে প্রাণ হারিয়েছেন প্রায় ২৩০ জন‚ আফগানিস্তানে মৃতের সংখ্যা ৩৩ | মৃতদের মধ্যে রয়েছে ১২ জন স্কুলছাত্রীও | ভূমিকম্পের আতঙ্কে পালাতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে প্রাণ হারায় এই স্কুলছাত্রীরা |

ভূমিকম্পের পর সাহায্যের আশ্বাস দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | কিন্তু সেই সাহায্য-প্রস্তাব খারিজ করে দিয়ে পাকিস্তান জানিয়ে দেয় এই বিপর্যয়ের মোকাবিলা করার মতো যথেষ্ট পরিকাঠামো রয়েছে তাদের‚ তাই অন্য কোন দেশের সাহায্যের কোনও প্রয়োজন নেই |