শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
‘চাল আমদানির শুল্ক কমে ১০ শতাংশ হচ্ছে’
প্রকাশিত - জুন ২১, ২০১৭ ১২:১২ পিএম
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, এতদিন বিদেশ থেকে চাল আনতে ২৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি দিতে হত। সরকার আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ এবং রেগুলেটরি ডিউটি পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে কম্পিটিশন আইন নিয়ে এক কর্মশালায় শুল্ক কমানোর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, শিগগিরই এ বিষয়ে আদেশ জারি করা হবে।
তিনি বলেন, এর ফলে আশা করা যায় বাজার দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। বর্তমানে চালের কোনো সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা এই চালের বাজারে দাম বাড়িয়েছে। শুল্ক হার কমে আসলে চালের বাজার কমে আসবে।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.