বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
হারিয়ে গিয়ে মৌসুমী এখন জলদস্যু রাণী
প্রকাশিত - জুন ২২, ২০১৭ ১১:২৬ এএম

২৫ বছর পর হারিয়ে যাওয়া বোনকে খুঁজতে এসে বোনের হাতেই জিম্মি হন সামির। নিজের প্রিয় ছোট বোন ও পরিবারের ঐতিহ্যের বন্দুক খুঁজতে এসে ছোট বোনের হাতে খুন হন তিনি। সুন্দরবনের বিখ্যাত জলদস্যু রাণী বাহিনী।
এই রাণী প্রয়াত জলদস্যু জালালের পালক কন্যা। প্রায় ২৫ বছর আগে রাণীকে অপহরণ করেছিল জালাল। সেসময় রাণীর বাবা মারা যায়, খোয়া যায় পারিবারিক ঐতিহ্যবাহী বন্দুক ও একমাত্র কন্যা রাণী। রাণীর মা ও ভাই প্রাণে বেঁচে ফিরে আসে।
তারপর রাণীর মা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। অনেকবছর প্রবাসী রাণীর মা মারা গেলে সামির রাণীকে খুঁজতে আসে সুন্দরবনে। সামির বিদেশ থেকে আসা ধনী পর্যটক তাই খুব সহজেই রাণীর লোকজনের হাতে জিম্মি হওয়ার পর খুন হয় সামির।
ঈদ বিশেষ টেলিফিল্ম ‘বাদাবন’। রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। টেলিফিল্মটি প্রচার হবে ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন আরফান নিশো, মামুনুর রশীদ, মৌসুমী হামিদ, হিন্দোল রায়, উজ্জ্বল মাহমুদ, এজাজ বারী, আমানুল হক হেলাল প্রমুখ।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.