বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। আর তিনিই সেলফি তোলা শিখেছেন সন্তানের কাছ থেকে! বুধবার একটি সেলফি সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে শেয়ার করেছেন বিল গেটস। ছবিতে তার সঙ্গে আছেন স্ত্রী মেলিন্ডা ও তার ১৪ বছরের মেয়ে ফোয়েব অ্যাডেলে গেটস।
সেলফি শেয়ার করে বিল গেটস ফেসবুকে লিখেছেন, সন্তানদের কাছ থেকেই সেলফি তোলা শিখলাম। তারা আমাকে দক্ষতার সঙ্গেই শেখাতে সক্ষম হয়েছে। আপনাদের কী মনে হয়?
বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটসও ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, সবাইকে জাতীয় সেলফি দিবস! (ফোয়েবকে ধন্যবাদ আমাদের এখনো তরুণ রাখার জন্য)।