রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু
প্রকাশিত - জুন ২২, ২০১৭ ১:১২ পিএম
বিআরটিসির বাসের ঈদ স্পেশাল সার্ভিস আজ বৃহস্পতিবার ২২ জুন থেকে শুরু হয়েছে। বুধবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিগত বছরের মতো এ বছরও বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার ২২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করেছে।
২০ জুন থেকে ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) হতে বিআরটিসির অগ্রিম টিকিটের ব্যবস্থা চালু হয়েছে। যাত্রী সাধারণকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসের সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.