রোববার, ৫ জানুয়ারী ২০২৫
দেশের বাজারে আইটেলের নতুন দুইটি স্মার্টফোন
প্রকাশিত - জুন ২২, ২০১৭ ১:৩৫ পিএম
সেলফির জনপ্রিয়তার সাথে সাথে স্মার্টফোন ব্যবহারকারীর কাছে প্রাধান্য পাচ্ছে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা। সেলফি ক্যামেরার উপর বিশেষ গুরুত্ব দিয়ে এবং বিক্রয়োত্তর ১০০ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট সুবিধাসহ, আইটেল মোবাইল বাজারে নিয়ে এলো ৫ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ ফ্রন্ট ক্যামেরার নতুন মডেলের স্মার্টফোন এস১১, এস১১ প্লাস।
অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শম্যালো) ভার্সনে চালিত আইটেল এস১১ স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ০৮ জিবি ইন্টারনাল মেমোরি, ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ০১ জিবি র্যাম।
সেলফি ক্যামেরা এবং অন্য সব ফিচারের সাথে এস ১১ প্লাস স্মার্টফোনটিতে রয়েছে ০২ জিবি র্যাম, যা গেমিং এর জন্য ব্যবহারকারীকে দিবে দারুণ এক অভিজ্ঞতা।
রোজ গোল্ড, শ্যাম্পেইন গোল্ড এবং স্পেস গ্রে তিনটি ভিন্ন ভিন্ন রঙে স্মার্টফোনগুলো দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে নিকটস্থ রিটেইল শপে।
বিশ্ব জুড়ে ৫০টিরও বেশি দেশে কোম্পানিটির কার্যক্রম চলমান রয়েছে এবং গৌরবের সঙ্গে তা আরও বৃদ্ধির পরিকল্পনা করছে। আইটেল মোবাইল তাদের এক্সক্লুসিভ সার্ভিস ব্রান্ড কার্লকেয়ার দ্বারা বিক্রয়োত্তর ১২ মাস পর্যন্ত সেবা ব্যবস্থা নিশ্চিত করে থাকে।বিস্তারিত জনা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে
http://www.itel-mobile.com
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.