৪১ বিচারপতিকে হত্যার হুমকিদাতা আটক

প্রকাশ: ২০১৫-১০-২৮ ২৩:৪৬:২২


Atokসুপ্রীম কোর্টের ৪১ বিচারপতিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মো. আসাদুল্লাহ (২৬) নামে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় হাইকোর্টের রেজিস্ট্রার অফিসের ভেতর থেকে তাকে আটক করা হয়। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অজ্ঞাত ঠিকানা থেকে ওই চিঠিটি পাঠানো হয়। আটক আসাদুল্লাহকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও বলেন, বিকেলে হাইকোর্টের রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা হিযবুত তাহরীরের চিঠি দেখে আসাদুল্লাহকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।