রংপুরের পীরগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বড়দুর্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইআই হাফিজুর রহমান জানান, হতাহতরা সবাই গার্মমেন্টস কর্মী। প্রিয়জনের সঙ্গে ঈদ উপভোগ করতেই তারা বাড়ি ফিরছিলেন। হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও পুলিশ জানিয়েছে তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলার কালীগগঞ্জ উপজেলায়।
এইআই হাফিজুর রহমান বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। এছাড়া গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।