সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অবকাশযাপন যেন শেষই হচ্ছে না। ২০ জানুয়ারি ক্ষমতা ছাড়ার পর থেকে অবকাশযাপন করছেন তিনি। বর্তমানে ওবামা সপরিবারে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন।
গতকাল শুক্রবার স্থানীয় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ওবামা সপরিবারে ইন্দোনেশিয়ায় অন্যতম পর্যটক আকর্ষণ বালি দ্বীপে পৌঁছান। খবর জাকার্তা পোস্টের।
বালির এনগুরা রাই আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরনের সময় ক্যাজুয়াল পোশাকেই ছিলেন ওবামা। এসময় তার পরনে ছিল নীল রঙের টি-শার্ট, জিনস ও সাদা রঙের স্নিকার্স। স্ত্রী মিশেল ওবামার পরনে ছিল সাদা রঙের টি-শার্ট ও নীল রঙের জিনস। ছুটিতে ওবামা কন্যা মালিয়া ও সাশাও আছেন তাদের সঙ্গে।
সৌন্দর্যের দ্বীপ বালিতে আগামী ২৮ জুন পর্যন্ত অবকাশযাপন করবেন ওবামা। এরপর তিনি ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার যোগ্যকার্তা শহর ও রাজধানী জাকার্তা ভ্রমণ করবেন।