প্লাস্টিকের বোতলে পানি খেলেই বিপদ!
আপডেট: ২০১৭-০৬-২৪ ১৩:১৪:১৫
বর্ষা আসলেও গরম কিন্তু এখনো কমেনি। বরং প্রতিদিন গরম বাড়ছে। রাস্তায় বের হলেই পানির তেষ্টায় প্রাণ যায় যায় ভাব। এই সময় একটাই উপায়, দোকান থেকে মিনারেল ওয়াটারের বোতল! কিংবা বাড়ি থেকে নিয়ে আসা এক বোতল পানি! কিন্তু জানেন কি? এই পানি ভর্তি প্লাস্টিক বোতল আপনার শরীরে ডেকে আনছে নানা রোগ ? ডাক্তাররা বলছে এরকমই।
ডাক্তারদের কথায়, কোল্ড ড্রিঙ্কসে খালি বোতলে পানি ভরে খাওয়াটা মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এমনকী, প্লাস্টিকের বোতলে ভরা মিনারেল ওয়াটারও বেশ ক্ষতিকারক। ডাক্তাররা জানিয়েছেন, এই ধরণের বোতল তৈরির সময় বিশেষ কিছু কেমিক্যালের ব্যবহার করা হয়। যা পানির সঙ্গে মিশে যায়। ডাক্তাররা বলছেন, বেশি সময় ধরে প্লাস্টিকের বোতলে রাখা পানি পান করাও নিরাপদ নয়।
তারা আরো বলছেন, ডায়েরিয়া, থাইরড, গ্যাসট্রিকের সমস্যা হতে পারে। এমনকী, হৃদরোগ হওয়ার সম্ভাবনাও থেকে যায়। ডাক্তাররা জানিয়েছেন, প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাচের বোতলে পানি রেখে খাওয়া নিরাপদ ৷