জামায়াত-শিবিরের তালিকা ফাঁস, ওসি-এসআই প্রত্যাহার
প্রকাশ: ২০১৫-১০-২৯ ০০:০১:১৭

গ্রেপ্তারের উদ্দেশ্যে তৈরি করা জামায়াত-শিবির নেতাকর্মীদের নামের তালিকা বাইরে ফাঁস হওয়ার অভিযোগে বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ ও উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলীকে প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্নস্থানে পুলিশ নাশকতা মামলার আসামি এবং নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান শুরু করেছে। সেই ধারাবাহিকতায় বগুড়া জেলাতেও অভিযান চলছে।
গাবতলী থানা পুলিশের একটি সূত্র জানায়, অভিযান চলমান থাকা অবস্থায় গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলী গোপনে থানা থেকে জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে তৈরি করা নামের তালিকা ফাঁস করে দেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ সুপারের এক আদেশে এসআই কোরবান আলীকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। অপরদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদকেও বুধবার থানা থেকে প্রত্যাহার করে পুলিশ অফিসে সংযুক্ত করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বুধবার রাতে জানান, তাকে পুলিশ অফিসের লাইন ওয়ারে বদলি করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে গাবতলী মডেল থানায় সাঈদ মাহমুদ নামের নতুন ওসি যোগদান করবেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













