‘আঁতে ঘা লাগলেই আমরা আর ইন্ডিয়ান থাকি না’
প্রকাশ: ২০১৭-০৭-০৮ ১৬:৩১:৪৯
ঈদুল ফিতরের দিন বাবাকে নিয়ে ফেসবুকে একটি সেলফি আপলোড দেন কলকাতার জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা মীর আফসার আলী। এ জন্য তীব্র সমালোচনা সহ্য করতে হয় তাকে। কারণ ছবিটির সঙ্গে শিরোনাম জুড়ে দিয়েছিলেন, ‘আমার আব্বা, আমার আল্লা’। বাবার সঙ্গে আল্লার তুলনা করা হচ্ছে- এমন দাবি তুলে বেশ কিছু মানুষ মীরকে সরাসরি আক্রমণ করে বসেন।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সমালোচকদের একহাত নিয়েছেন মীর। সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সকলে সাম্প্রদায়িক। আঁতে ঘা লাগলেই আমরা আর ইন্ডিয়ান থাকি না। আমাদের সেক্যুলারিজম শুধু ১৫ আগস্ট আর ২৫ জানুয়ারির জন্য। স্বীকার করি বা না করি আমরা প্রত্যেকে কমিউনাল। যখন বুঝি নিজেদের পকেটেড সোসাইটিতে একটু আঘাত লাগতে পারে তখনই বলি আমাদের ধর্মকে আঘাত করা হচ্ছে। আমাদের দাঁত-নখ-নোংরা চেহারা বেরিয়ে আসে।
ঈদুল ফিতরের দিন বাবাকে নিয়ে ফেসবুকে একটি সেলফি আপলোড দেন কলকাতার জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা মীর আফসার আলী। এ জন্য তীব্র সমালোচনা সহ্য করতে হয় তাকে। কারণ ছবিটির সঙ্গে শিরোনাম জুড়ে দিয়েছিলেন, ‘আমার আব্বা, আমার আল্লা’। বাবার সঙ্গে আল্লার তুলনা করা হচ্ছে- এমন দাবি তুলে বেশ কিছু মানুষ মীরকে সরাসরি আক্রমণ করে বসেন। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সমালোচকদের একহাত নিয়েছেন মীর। সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সকলে সাম্প্রদায়িক। আঁতে ঘা লাগলেই আমরা আর ইন্ডিয়ান থাকি না। আমাদের সেক্যুলারিজম শুধু ১৫ আগস্ট আর ২৫ জানুয়ারির জন্য। স্বীকার করি বা না করি আমরা প্রত্যেকে কমিউনাল। যখন বুঝি নিজেদের পকেটেড সোসাইটিতে একটু আঘাত লাগতে পারে তখনই বলি আমাদের ধর্মকে আঘাত করা হচ্ছে। আমাদের দাঁত-নখ-নোংরা চেহারা বেরিয়ে আসে।