এবার শ্রীদেবী বিতর্কে মুখ খুললেন ‘বাহুবলী’ পরিচালক

প্রকাশ: ২০১৭-০৭-০৮ ১৮:৩৩:৪৩


Ramya_Srideviভারতীয় সিনেমার ইতিহাসের সেরা ব্লকবাস্টার সিনেমার নাম এখন বাহুবলী ২। এসএস রাজামৌলির বাহুবলী ২ যেভাবে ব্যবসা করে টাকা রোজগার করেছে, তেমনই মানুষের প্রশংসা আদায় করে নিয়েছে। কিন্তু এই বাহুবলী নিয়েই কিছুদিন আগে তৈরি হয়েছিল একটি বিতর্ক।

শিবগামীর চরিত্রে অভিনয় করার জন্য শ্রীদেবীকেই নাকি প্রথমে প্রস্তাব দিয়েছিলেন সিনেমাটির পরিচালক। কিন্তু শ্রীদেবী রাজি হননি। তার কারণ হিসেবে রাজামৌলি বলেছিলেন, শ্রীদেবীর নাকি অনেক চাহিদা ছিল। সেই জন্যই শেষ পর্যন্ত শিবগামীর চরিত্রে অভিনয় করেন দক্ষিণের রমেয়া। পরে শ্রীদেবী বলেন, রাজামৌলি যেভাবে প্রকাশ্যে এই ধরনের কথা বলেছেন, তাতে তিনি বিরক্ত তো বটেই, পেয়েছেন কষ্টও।

এই বিষয়ে এতদিন পর মুখ খুললেন এসএস রাজামৌলিও। তিনি বলেছেন, “মানুষ কাকে বিশ্বাস করবে, সেটা মানুষই বিচার করুক। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি। তা হলো কথাগুলো আমার প্রকাশ্যে না বলাই উচিত ছিল। আমি শ্রীদেবীকে প্রচণ্ড সম্মান করি। দক্ষিণের সিনেমাকে মুম্বাইতে জনপ্রিয় করার জন্য তার অবদান অনেক। আমি শুভেচ্ছা জানাই, শ্রীদেবীর নতুন ছনি ‘মম’ যেন বড় সাফল্য পায়। “

ভারতীয় সিনেমার ইতিহাসের সেরা ব্লকবাস্টার সিনেমার নাম এখন বাহুবলী ২। এসএস রাজামৌলির বাহুবলী ২ যেভাবে ব্যবসা করে টাকা রোজগার করেছে, তেমনই মানুষের প্রশংসা আদায় করে নিয়েছে। কিন্তু এই বাহুবলী নিয়েই কিছুদিন আগে তৈরি হয়েছিল একটি বিতর্ক।   শিবগামীর চরিত্রে অভিনয় করার জন্য শ্রীদেবীকেই নাকি প্রথমে প্রস্তাব দিয়েছিলেন সিনেমাটির পরিচালক। কিন্তু শ্রীদেবী রাজি হননি। তার কারণ হিসেবে রাজামৌলি বলেছিলেন, শ্রীদেবীর নাকি অনেক চাহিদা ছিল। সেই জন্যই শেষ পর্যন্ত শিবগামীর চরিত্রে অভিনয় করেন দক্ষিণের রমেয়া। পরে শ্রীদেবী বলেন, রাজামৌলি যেভাবে প্রকাশ্যে এই ধরনের কথা বলেছেন, তাতে তিনি বিরক্ত তো বটেই, পেয়েছেন কষ্টও। এই বিষয়ে এতদিন পর মুখ খুললেন এসএস রাজামৌলিও। তিনি বলেছেন, “মানুষ কাকে বিশ্বাস করবে, সেটা মানুষই বিচার করুক। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি। তা হলো কথাগুলো আমার প্রকাশ্যে না বলাই উচিত ছিল। আমি শ্রীদেবীকে প্রচণ্ড সম্মান করি। দক্ষিণের সিনেমাকে মুম্বাইতে জনপ্রিয় করার জন্য তার অবদান অনেক। আমি শুভেচ্ছা জানাই, শ্রীদেবীর নতুন ছনি ‘মম’ যেন বড় সাফল্য পায়। “