শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
হিলারির তথ্য পেতে রুশ আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন ট্রাম্প পুত্র-জামাতা
প্রকাশিত - জুলাই ১০, ২০১৭ ১০:৫৭ এএম

গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন সময়ে হিলারি ক্লিনটনের তথ্য পেতে রুশ এক আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে। মার্কিন বার্তা সংস্থা- নিউইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎসকায়ার সঙ্গে সাক্ষাতের ব্যাপারটি স্বীকার করে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র জানিয়েছেন, তাদের মধ্যে হিলারি সম্পর্কে কোনো অর্থপূর্ণ তথ্যের ভাগাভাগি হয়নি।
যদিও রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প জুনিয়র একাই ছিলেন না, তার সঙ্গে বোন ইভাঙ্কা ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারসহ পরবর্তীতে ট্রাম্প শিবিরের প্রধান প্রচারণা উপদেষ্টা পল জে ম্যানাফোর্টও ছিলেন।
আর তারপর থেকে এখন পর্যন্ত মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে মার্কিন কর্মকর্তারা। দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই ও কংগ্রেস উভয়ই খতিয়ে দেখছে যে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির ক্রেমলিনের সঙ্গে নির্বাচনী চক্রান্তে জড়িত ছিলো কিনা। যদিও তারা দাবি করছে, এ ব্যাপারে প্রদর্শন করার মতো তাদের হাতে অনেক তথ্য মিলেছে।
জানা গেছে, ২০১৬ সালের ৯ জুন নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ওই রুশ আইনজীবী ভেসেলনিৎসকায়ার সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন ট্রাম্প পুত্র ও জামাতা। রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার মাত্র দু’সপ্তাহ আগে এই বৈঠকটি হয়। বিবিসি ও সিএনএন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.