সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১১ বাংলাদেশি ও ভারতীয় নিহত
প্রকাশ: ২০১৭-০৭-১৩ ১০:৫৩:২৯

নমুনা ছবি

সৌদি আরবে জানালা বিহীন একটি বাড়িতে আগুন লেগে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১১ জন অভিবাসী শ্রমিক নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নিহতরা সবাই বাংলাদেশ ও ভারতের বাসিন্দা।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাজরান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সৌদি সিভিল ডিফেন্সের টুইটারে দেয়া এক পোস্টে বলা হয়, ফায়ার সার্ভিস জানালাবিহীন একটি পুরোনো বাড়ির আগুন নিভিয়েছে। ১১ জন ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছে, ৬ জন আহত হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশ ও ভারতের বাসিন্দা।
তাৎক্ষণিকভাবে জানা যায়নি নিহতদের মধ্যে কয়জন বাংলাদেশি। ২০১৫ সালে পাওয়া তথ্যানুযায়ী সৌদি আরবে ৯০ লাখ বিদেশি শ্রমিক আছে যাদের বেশিরভাগ দক্ষিণ এশিয়ার। এএফপি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












