মিয়ানমারে সেনা অভিযানের সময় নির্যাতনের বর্ণনা দিলেন রোহিঙ্গারা
প্রকাশ: ২০১৭-০৭-১৬ ১১:৩৯:৪০

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত অক্টোবরে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানের সময় তাদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছিল। গতকাল শনিবার প্রথমবারের মতো সাংবাদিকদের কাছে সেই নির্যাতনের বর্ণনা দিলেন বেঁচে যাওয়া রোহিঙ্গারা।গতকালই প্রথম সাংবাদিকরা অভিযান চালানো গ্রামে প্রবেশের সুযোগ পান। সারবেদা নামের এক মা জানান, তার ছেলে কোনো সন্ত্রাসী নয়। কিন্তু তারপরও কর্মক্ষেত্র থেকে ধরে এনে তার ওপর নির্যাতন চালানো হয়।
এরকম আরো অনেকে তাদের বাবা, ভাই, মা হারানো এবং তাদের ওপর নির্যাতনের ঘটনার বর্ণনা দেন। সাংবাদিকরা আশ্রয়কেন্দ্রগুলোতেও যান। জাতিসংঘের হিসাবে, নির্যাতনের শিকার হয়ে ৭৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। খবর রয়টার্স।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












