শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
মিনিস্কার্ট পরা সেই সৌদি তরুণীকে আটক করেছে পুলিশ
প্রকাশিত - জুলাই ১৯, ২০১৭ ১০:৩৬ এএম

সৌদি আরবে মিনিস্কার্ট পরা তরুণীকে আটক করেছে পুলিশ। এক তরুণী মিনি স্কার্ট পরে প্রকাশ্য স্থানে ঘুরে বেড়াচ্ছেন - এমন এক ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোতে হৈচৈ শুরু হবার পর ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলুদ নামের ওই তরুণী একজন মডেল। ভিডিওটিতে দেখা যাচ্ছে খুলুদ মিনিস্কার্ট ও ছোট জামা পরা পরা অবস্থায় উশায়কির নামে একটি ঐতিহাসিক দুর্গের ভেতরের খালি রাস্তায় হাঁটছেন। দুর্গটি রাজধানী রিয়াদের ৯৬ মাইল উত্তরে।
স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, পুলিশকে তরুণীটি বলেছেন যে তিনি একজন পুরুষ অভিভাবককে নিয়েই সেখানে গিয়েছিলেন। কিন্তু তিনি আরো বলেন যে ভিডিওটি তিনি নিজে অনলাইনে আপলোড করেননি। স্ন্যাপচ্যাটে গত সপ্তাহ শেষে ভিডিওটি পোস্ট করা হয়েছিল।
খুলুদকে অভিযুক্ত করা হবে কিনা তা জানতে চেয়ে মামলাটি এখন সরকারি কৌসুলির কার্যালয়ে পাঠানো হয়েছে। খবর বিবিসি’র
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.