শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
ইসরাইলি অভিনেত্রীর কারণে ওয়ান্ডার ওম্যান নিষিদ্ধ করল তিউনিশিয়া
প্রকাশিত - জুলাই ২০, ২০১৭ ৬:৩৮ পিএম
মার্কিন চলচ্চিত্র ‘ওয়ান্ডার ওম্যান’-এ নাম ভূমিকায় ইসরাইলি অভিনেত্রী গাল গাদোত অভিনয় করায় তিউনিশিয়ায় চলচ্চিত্রটি নিষিদ্ধ করেছে দেশটির একটি আদালত। আরব রাষ্ট্রটিতে সিনেমাটি প্রদর্শিত হওয়ার দিনক্ষণ চূড়ান্ত হওয়ার এক মাসের বেশি সময় পর আদালত এ রায় দিল।
ইসরাইলকে দীর্ঘদিন ধরে বয়কটের ভিত্তিতে লেবাননও ওই অভিনেত্রী কারণে ওয়ান্ডার ওম্যানকে নিষিদ্ধ করেছে। জুন মাসের প্রথম দিকে তিউনিসের দুটি হলে সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয়তাবাদী আল-শাব পার্টির অভিযোগের পর প্রদর্শনী দুটি ‘বাতিল’ করা হয়।
বিচার বিভাগীয় মুখপাত্র সোফিনে স্লিতি বলেন, গত শুক্রবার আদালত চলচ্চিত্রটির ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইলি অভিনেত্রী গাল গাদোত ফেসবুকে ২০১৪ সালে গাজা যুদ্ধে ইসরাইলের ভূমিকার পক্ষে পোস্ট দেয়ায় আল-শাব পার্টি চলচ্চিত্রটি নিষিদ্ধ করার দাবি জানায়। সিনহুয়া।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.