শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
‘জাপানি ফার্স্ট লেডি ইংরেজিতে কথা বলতে পারেন না’: ট্রাম্প
প্রকাশিত - জুলাই ২২, ২০১৭ ১১:১২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জাপানের ফার্স্ট লেডি ইংরেজিতে কথা বলতে পারেন না। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গোপন বৈঠকের বিষয়ে জিজ্ঞাসা করা হলে এর ব্যাখা দিতে গিয়ে নিউ ইয়র্ক টাইমসকে এ কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে জানা গেছে, ফার্স্ট লেডি আকিয়ে অ্যাবে ইংরেজিতে কথা বলতে পারেন। তিনি কেবলই না বলার ভান করেছিলেন। জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনে জাপানের ফার্স্ট লেডির কাছে বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু পরে তিনি পুতিনের কাছের ফাঁকা আসনে বসেন।
ট্রাম্প বলেন, ‘তার (আকি আবে) স্বামী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে খুবই ভালো মানুষ। সেখানে একজন জাপানি অনুবাদকও ছিলেন। তা না হলে বিষয়গুলো বোঝা খুব কঠিন হতো। তবে আমি সেদিন সন্ধ্যায় তার সঙ্গে আলাপ করেছি। তিনি খুব আন্তরিক একজন মানুষ। ওই সময়টা আমি খুব মজা পেয়েছি। আসলে পুরো ব্যাপারটাই বেশ ভালো ছিল।’
পুতিনের সঙ্গে তার গোপন বৈঠকের বিষয়টি আলোচনায় আসে। ট্রাম্প বলেন, ‘নৈশভোজটি ছিল পৌনে দুই ঘন্টার। তাই এতক্ষণ চুপ করে বসে থাকাটা সম্ভব ছিল না। আর আমার মনে হয়, জাপানি ফার্স্ট লেডি ইংরেজিতে ‘হ্যালো’ শব্দটি পর্যন্ত বলতে পারেন না।’ দ্য ইন্ডিপেন্ডেন্ট।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.