‘হাস্যরস্যের বদলে দিনদিন ভাঁড়ামি বেড়ে যাচ্ছে’: জাহিদ হাসান
প্রকাশ: ২০১৭-০৭-২২ ১১:২৫:৪৯
এক ঈদ পার করে আরেক ঈদের জন্য এরইমধ্যে কাজ শুরু করেছেন জাহিদ হাসান। সম্প্রতি ‘রমজান ভাই পাবলিক ফিগার’ নামে একটি নাটকের শুটিং করেছেন উত্তরায়। নাটকে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।
নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম। এছাড়া এই ঈদে আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করবেন এই অভিনেতা।
বর্তমান সময়ের নাটকের মান নিয়ে জাহিদ হাসান বলেন, ‘এখনকার নাটকগুলো মান ধরে রাখতে পারছে না। কমেডি নাটকগুলোতে হাস্যরস্যের বদলে দিনদিন ভাঁড়ামি বেড়ে যাচ্ছে। এত এত কমেডি করতে গিয়ে সব সস্তা হয়ে গেছে। সস্তা কমেডির ফলে দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছেস নাটক থেকে। সংশ্লিষ্টদের উচিত গল্পের মান ঠিক রেখে নাটক নির্মাণ করা।’
গল্পের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন যা নির্মিত হচ্ছে সবই ধারাবাহিকভাবেই হচ্ছে। যার কারণে নতুন কোনো চরিত্র আমরা দর্শকদের উপহার দিতে পারছি না। একটা চরিত্র জনপ্রিয়তা পেলেই সেটা নিয়ে বেশ কয়েকটি নাটক নির্মাণ করা হয়। নতুন কিছু বানাবে সেই চিন্তা নেই। এখন সব হচ্ছে ফরমায়েশি নাটক। আর এসব ফরমায়েশি নাটকের কারণেই দর্শক টিভিবিমুখ হচ্ছেন।