গত মৌসুমের ট্রেবলজয়ী বার্সেলোনা এবার কোপা ডেল রে’র শুরুতেই হোঁচট খেল। বুধবার স্পেনের তৃতীয় সারির দল ভিয়ানোভেন্সের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে লুইস এনরিকের দল।
বুধবার প্রতিপক্ষের মাঠে মেসি, নেইমার ও সুয়ারেজকে ছাড়া তরুণ এক দলকে মাঠে নামান লুইস এনরিক। ইনজুরির কারণে মেসি দলের বাইরে রয়েছেন। আর নেইমার ও সুয়ারেজকে বিশ্রাম দিয়েছেন কাতালান কোচ। অনভিজ্ঞ দলটি এদিন প্রতিপক্ষের গোলমুখে মাত্র তিনটি শট নিতে সক্ষম হয়।
এই ড্র সত্ত্বেও শেষ ষোলতে যাওয়ার সুযোগ রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে আগামী ২ ডিসেম্বর ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে ভিয়ানোভেন্সকে হারাতে হবে কাতালানদের।
এদিন গোলের দু’দুটি সুযোগ নষ্ট করে বার্সেলোনা। প্রথমার্ধে গোলপোস্টের খুব কাছে বল পেয়ে নিজের শট লক্ষ্যে রাখতে পারেননি মুনির আল হাত্তাদি। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে মার্ক বারত্রা দুর্দান্ত এক হেড লাফিয়ে উঠে প্রতিহত করেন স্বাগতিক গোলরক্ষক হোসে অ্যান্টনিও ফোয়েন্টেস।
প্রথমার্ধের শেষ দিকে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ভিয়ানোভেন্স। ৪৩তম মিনিটে ডিফেন্ডার মিগুয়েল ত্রিনিদাদের শট ক্রসবারে লাগলে হতাশ হতে হয় স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে আরেকটি সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। জাভি সানচেজের হেড ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে গেলে বেঁচে যায় বার্সেলোনা।
টানা খেলার মধ্যে থাকায় নেইমার ও সুয়ারেজকে বিশ্রাম দেন কোচ লুইস এনরিকে। এছাড়া সার্জিও বুসকেটস, হাভিয়ের মাসচেরানো, দানি আলভেজসহ নিয়মিত একাদশের অনেক খেলোয়াড়ই ছিলেন না। যে কারণে ‘বিবর্ণ’ পারফরম্যান্স লক্ষ্য করা যায় মাঠে।
তবে ক্লদিও ব্রাভো ও মার্ক টার স্টেগানের পরিবর্তে গোলরক্ষকের দায়িত্ব পালন করা জর্ডি ম্যাসিপ এই ড্রয়েও ‘অসন্তুষ্ট’ নন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা তাদের কোনো গোল করতে দেইনি। আমি মনে করি না, আমরা খুব খারাপ খেলেছি। কেননা, আমরা গোলের অনেক সুযোগ সৃষ্টি করেছি, তবে তা কাজে লাগাতে পারিনি। এখন ঘরের মাঠে আমাদের এটা কাটিয়ে উঠতে হবে।’