“মুসলিমদের সঙ্গে ধর্মযুদ্ধ বেধে যেতে পারে”

প্রকাশ: ২০১৭-০৭-২৫ ১৮:৪৫:২৮


Tipiমুসলিম বিশ্বের সঙ্গে ধর্মযুদ্ধে অবতীর্ণ হতে পারে ইসরায়েল। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী টিপি লিভনি এই হুঁশিয়ারী উচ্চারণ করেছেন। তিনি বলেন, একটি স্পর্শকাতর জায়গা হিসেবে জেরুজালেমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে দ্ব›েদ্বর সৃষ্টি হয়েছে এবং এর ফলে দুজন ইসরায়েলি পুলিশ নিহত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করেছে। বলা যায়, এটি খারাপের মধ্যেও খারাপ হয়ে গেছে।

ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে লিভনি বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে বিবাদকে কেন্দ্র করে অন্যান্য সুন্নি রাষ্ট্র তথা সমগ্র মুসলিম জাহানের সঙ্গে আমাদের সংঘর্ষের সূত্রপাত হতে পারে।’

এ অবস্থায় পরিস্থিতি থেকে উত্তরণে ইসরায়েলি মন্ত্রী পরিষদকে সঠিক সিদ্ধান্ত নেওয়া ও নেতৃত্ব দেওয়ার আহŸান জানান লিভনি।
সম্প্রতি জেরুজালেমে অবস্থিত মুসলিমদের ঐতিহ্যবাহী আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এক আরব বন্দুকধারী গুলি করে দুই ইসরায়েলি পুলিশকে হত্যার পর থেকেই বিরোধ চরম আকার ধারণ করে। আল-আকসায় নিরাপত্তা বাড়ানোর কারণ হিসেবে ইসরায়েল বলছে, এটা তারা করছে যেন আরও হামলা প্রতিরোধ করা যায়। কিন্তু ফিলিস্তিনিদের অভিযোগ ইসরায়েলিরা ওই এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইছে। আর এজন্যই তারা বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করছে।

এছাড়া আল-আকসা অবারিত করে দেওয়ার দাবিতে জর্ডানের ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভরতদের উপর নিরাপত্তারক্ষীরা গুলি চালালে দুই জর্ডানি নাগরিক নিহত হওয়ায় পরিস্থিতি আরও বাজে আকার ধারণ করেছে। সাম্প্রতিক উত্তেজনায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২০ বছর বয়সী এক ফিলিস্তিনি ছুরিকাঘাত করে একই পরিবারের তিন ইসরায়েলিকে হত্যা করেছে। ডেইলি মেইল