সৌদি আরবের বিরুদ্ধে হজ নিয়ে রাজনীতির অভিযোগ কাতারের
প্রকাশ: ২০১৭-০৭-৩০ ১০:৩১:৫৩

কাতার অভিযোগ করেছে, সৌদি আরব পবিত্র হজ নিয়ে রাজনীতি করছে। তারা কাতারিদের মক্কায় গিয়ে হজ করতে বাধা দিচ্ছে। গতকাল শনিবার কাতারের মানবাধিকার কমিশন এই অভিযোগ করে।কমিশন জানায়, কাতারিদের বলা হয়েছে, তারা মাত্র দুটি বিমানবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তাও আবার তাদের দোহা হয়ে আসতে হবে। যারা দোহায় বাস করেন না তাদের জন্য হজে যাওয়া চ্যালেঞ্জ হবে বলে কমিশন জানায়।
কমিশন এ বিষয়ে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে। খবর আল জাজিরা







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












