শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
অস্ট্রেলিয়ায় ‘বিমান ভূপাতিত করার পরিকল্পনা’ নস্যাৎ
প্রকাশিত - জুলাই ৩০, ২০১৭ ১০:৩৭ এএম

অস্ট্রেলিয়ার কাউন্টার টেররিজম পুলিশ একটি উড়োজাহাজ ভূপাতিত করার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন।
ম্যালকম টার্নবুল জানান, দেশটির পুলিশ একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। সন্ত্রাসীরা একটি বিমান ভূপাতিত করার ষড়যন্ত্র করছিল। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারীরা বলছেন, সন্ত্রাসীরা 'ইমপ্রোভাইজড ডিভাইস' ব্যাবহার করে একটি বিমান বিস্ফোরিত করার পরিকল্পনা করছিল, এমন তথ্য তাদের কাছে ছিল। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, একটি বড়সড় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে তাদের এই পরিকল্পনায় বাধা দেওয়া হয়।
ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ এবং অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সদস্যরা সিডনির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে। অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি খবরে জানিয়েছে, সারি হিলস, লাকেম্বা, ওয়াইলি পার্ক এবং পাঞ্চবৌলে এসব অভিযান চালানো হয়।
এ ঘটনায় একজন নারী দাবি করেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে তার স্বামী এবং ছেলে রয়েছে। এরা কোন চরমপন্থার সাথে যুক্ত নয়। এ ঘটনার প্রেক্ষাপটে প্রথমে সিডনি বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হলেও এখন দেশজুড়ে তা বিস্তৃত করা হয়েছে।
প্রধানমন্ত্রী টার্নবুল বলেছেন, 'যারা আকাশ পথে ভ্রমণ করছেন তাদের উচিত আস্থার সাথে নিজ নিজ কাজ অব্যাহত রাখা'। বিবিসি, এবিসি।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.