‘চলচ্চিত্রে সুদিন ফিরলে অভিনয়ে আবার ফিরবো’
প্রকাশ: ২০১৭-০৭-৩০ ১৭:৪০:০৭

দেশের চলচ্চিত্রের গুণী অভিনেত্রী ববিতা। দীর্ঘদিনের পথচলায় অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ববিতা পেয়েছেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি বিভিন্ন সংগঠন কর্তৃক পেয়েছেন আজীবন সম্মাননাও। যতবারই পুরস্কৃত হয়েছেন ততোবারই তিনি অনুপ্রাণিত হয়েছেন, পথ চলেছেন নতুন করে নতুন উন্মাদনায়।এ বছর থেকে ওকে ওয়ার্ল্ড ও চ্যানেল আই প্রবর্তন করেছে ‘ওকে ওয়ার্ল্ড-চ্যানেল আই গোল্ড অ্যাওয়ার্ড’ অসাধারণত্বের সম্মাননা। সেই অসাধারণত্বের সম্মাননাই যেন তার অভিনয় জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সম্মাননা, এমনটাই জানালেন ববিতা।
ববিতা বলেন, ‘জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু জীবনের এ সময়ে এসে এমন পুরস্কারে মনের ভেতর কত যে ভালোলাগার সৃষ্টি করেছে তা সত্যিই ভাষায় প্রকাশের নয়।’
ববিতা আরও বলেন, ‘একজন শিল্পীর জীবনে গুডবাই বলে কোনো শব্দ নেই। শিল্পী মৃত্যুর পূর্ব পর্যন্ত অভিনয় করে যেতে পারেন। আমি দারুণভাবে আশাবাদী আমাদের চলচ্চিত্রে অবশ্যই সুদিন ফিরে আসবে। চলচ্চিত্রে সুদিন ফিরলে আমি অভিনয়ে আবার ফিরবো।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












