

আইটিউনস কনটেন্টে ফোরকে এইচআরডি সমর্থন নিয়ে অ্যাপল আলোচনা করছে বলে খবর বেরিয়েছে।ইতোমধ্যেই যুক্তরাজ্যের কিছু ব্যবহারকারী যারা অর্থ পরিশোধ করে সিনেমা দেখে তাদের কাছে ফোরকে অপশনটি দেখাচ্ছে বলেও জানিয়েছেন অনেকে।তবে আইটিউনসে এখনো ফোরকে কোনো কনটেন্ট সমর্থন করে না।
rতবে কয়েকজন ব্যবহারকারী দেখিয়েছেন যে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’, ‘প্যাসেঞ্জার’ এবং ‘হোয়্যার টু ফাইন্ড দেম’ সিনেমায় ফোরকে এইচডিআর-দেখা যাচ্ছে বলে শনিবার জানায় অ্যাপল ইনসাইডার।এজন্য ব্যবহারকারীরা তাদের টুইটার অ্যাকাউন্টও পার্সেজের ইতিহাস পরীক্ষা করে দেখেছেন।
তারা বলছেন এটি ‘লিকড’ হয়েছে।এখনো পর্যন্ত সঠিক ফোরকে সাপোর্ট আইটিউনসে দেখা যায়নি বলেও জানা গেছে। আর যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাও এমন কোনো অপশন খুঁজে পায়নি।তবে গুঞ্জন রটেছে যে, অ্যাপল ফোরকে সাপোর্ট করে এমন টিভি আনছে। যা সামনের বছরেই উন্মুক্ত করা হবে।বিষয়গুলো নিয়ে অ্যাপল অবশ্য নিরবেই রয়ে গেছে। জনসম্মুখে কিছু বলেওনি।