

ভারতের বেশিরভাগ মুসলিমই আগে হিন্দু ছিলেন। দেশটির লোকসভায় এমন দাবি করেছেন বিজেপি সাংসদ হুকুমদেব নারায়ণ যাদব।
গতকাল সোমবার গরুকে কেন্দ্র করে দলিত ও মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনায় লোকসভার অধিবেশনে এক বিতর্কসভায় অংশ নিয়ে দীনদয়াল উপাধ্যায়’এর একটি উদ্ধৃতি টেনে হুকুমদেব এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারতের বেশিরভাগ মুসলিমই আগে হিন্দু ছিলেন। এই দেশের মুসলিমদের জানা উচিত যে তারা পূর্বপুরুষ হলেন হিন্দু...এবং সেই সময় তাদের হিন্দু দেবতা ছিল। প্রত্যেক মুসলিমকে যেমন হিন্দুদের ভাবাবেগকে সম্মান করতে হবে, তেমনই প্রত্যেক হিন্দুকেও মুসলিমের ভাবাবেগকে সম্মান জানাতে হবে।