শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
ব্যবসার পাশাপাশি ধর্মপ্রচারে তাদের ব্যস্ততা
প্রকাশিত - আগস্ট ২, ২০১৭ ১০:৩৮ এএম
‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। এরপর কয়েকটি সিনেমায় অভিনয় করেই তিনি থমকে গেছেন। শুধু তাই নয়, পরিচালনা ও প্রযোজনা থেকেও তিনি দূরে সরে আছেন। বর্তমানে ব্যবসার পাশাপাশি ধর্ম প্রচারে মনোযোগী আছেন। গত জানুয়ারি মাসে ওমরাহ হজ পালন করেছেন তিনি। আর এখন ইসলামের প্রচারে তাবলিগ-জামাতে গেছেন।
ওমরা থেকে এসে ধানমণ্ডির এক মসজিদে ইসলামের বাণী ছড়াতে তাবলিগ জামাতে সময় কাটিয়েছেন তিনি। সেখান থেকেই দাওয়াতি এক টিম নিয়েই রবীন্দ্র সরোবরে ধর্মের কথা শোনান মানুষদের। এ সময় তাকে দেখে হাজারও মানুষের ঢল নামে সেখানে। অনন্ত জলিল বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি নিয়মকানুনই মানুষের শান্তির জন্য। তাই আসুন আমরা ইসলামের পথে চলি। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলি।’
অনন্ত বলেন, ‘আমাদের জনপ্রিয়তাও উপরওয়ালারই দান। তাই নিজ বোধ থেকেই নিজেদের এই জনপ্রিয়তাকে আরও ভালো পথে কাজে লাগাতে চাই। আমি বলছি না যা করেছি তা অন্যায়। অবশ্যই চলচ্চিত্রেও কাজ করবো। তবে সেখানেও আমার তাগিদ থাকবে ইসলামের দাওয়াত দেওয়ার।’
উল্লেখ্য, অনন্ত জলিল ‘দ্য স্পাই’ ও ‘সৈনিক’ নামে দুটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন অনেক আগেই। তবে এখনও ছবি দুটির কাজ শুরু হয়নি। সিনেমাগুলোর কাজ কবে শুরু হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.