মানবতার পাশে কোহলির ব্যাট
প্রকাশ: ২০১৭-০৮-০২ ১১:০৩:৪০

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির চ্যারিটি ফাউন্ডেশনে নিজের স্বাক্ষর করা ব্যাট দান করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এমন অবদানের জন্য কোহলিকে টুইটারের মাধ্যমে ধন্যবাদ জানান আফ্রিদি। বর্তমানে শ্রীলংকা সফরে থাকা কোহলি তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারকে শুভ কামনা জানান।এর আগে গত এপ্রিলে আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সময় তাকে সকল খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত কোহলির একটি জার্সি উপহার পাঠিয়েছিল ভারতীয় দল।
‘শহিদ ভাই, শুভ কামনা এবং আপনার বিপক্ষে খেলা সব সময়ই আনন্দের’-ভারতীয় অধিনায়কের এমন বার্তা পাঠানো জার্সিটি লন্ডনে এক নিলামে তিন লাখ রুপিতে বিক্রি হয়েছিল।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











