জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) মহাসচিব কাইট্যাক লিম আগামী ২৬ আগস্ট বাংলাদেশ সফরে আসবেন। তিনি ২৭ আগস্ট ঢাকায় হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ‘স্ট্রেটিজিস ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট অব সিফারার্স ইন গ্লোবাল শিপিং’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকবেন।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইএমও মহাসচিবের বাংলাদেশ সফর, সেমিনার আয়োজন এবং বাংলাদেশি নাবিকদের বিদেশি জাহাজে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান।
সভায় জানানো হয় যে, বিশ্ব নৌ সেক্টরে জাহাজ কোম্পানিসমূহের নাবিকদের চাহিদা বিবেচনায় বাংলাদেশি নাবিকদের দক্ষতা উন্নয়ন ও তাদের কর্মসংস্থান বৃদ্ধিতে কর্মকৌশল নির্ধারণ বিষয়ে সেমিনারে আলোকপাত করা হবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি নাবিকদের প্রশিক্ষণের মান তুলে ধরা ও বিশ্ব বাজারে বাংলাদেশি নাবিকদের কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে পেশাগত উৎকর্ষ সাধনে কৌশল নির্ধারণকল্পে আয়োজিত সেমিনারে দেশি-বিদেশি শিপিং সেক্টরের স্বনামধন্য ব্যক্তিরা তাদের পেপার উপস্থাপন করবেন।
নৌপরিবহন অধিদফতরের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এতে সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।