আমাদের দেশের রাজনৈতিক নেতারা যদি মোটিভেশানাল স্পীকার হতো - দেশটা পালটে যেত। তাদের কিছু করে দেয়া লাগতো না - অনুপ্রাণিত হয়ে সবাই নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারতো। নেতারা মঞ্চে টিভিতে সংসদে এতো বক্তব্য দেন - পজিটিভ কথা একটু বেশী বেশী কি বলা যায় না? কখনো ভেবেছেন এই যে হাজার হাজার কর্মী আপনাদের পিছনে, তাদের পেশা কি? তাদের আয়ের উৎস কি? নাকি তারা শুধু আপনার সাথেই থাকুক এটাই যথেষ্ট তাদের নিজেদের কোন ক্যারিয়ার দরকার নাই - নাকি শুধু আপনার মিছিল করবে, আপনার পিছে পিছে হাঁটবে, রাস্তায় দাঁড়িয়ে থাকবে - তাদের চুলার আগুন কি জ্বলবে? এতো রাজনীতি দিয়ে কি হবে যদি লাখ লাখ তরুণরা বেকারই থাকবে?
শ্রদ্ধেয় নেতারা, আপনার চাইলে এদেশের কোটি কোটি তরুণদের স্বপ্ন দেখাতে পারেন। তাদেরকে শুধু কর্মী বা বাহিনী বানিয়ে in the long run (ইন দ্যা লং রান) তাদেরও কোন লাভ হবে না, দেশের কোন লাভ হবে না। তারা কোন সাহায্য চায় না, চায় পলিসি, চায় নিরাপত্তা, চায় যোগাযোগ, চায় যানজট মুক্ত রাস্তা ও মুল্ধন তথা লোণ। তারা জানে কিভাবে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হয়।
আমাদের দেশের তরুণরা নিজে কিছু করতে চায়, নিজেকে নিয়ে পরিবারকে নিয়ে স্বপ্ন দেখে কিন্তু তাদের টাকা বা মুল্ধন নাই। তাদেরকে কেউ টাকা লোণ দিতে চায় না। ব্যাংক গুলু লোণ দেয় তাদের যারা লোণ শোধ করে না। বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার জারী করেছে ১০-২০ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেয়া হবে নতুন উদ্যোগতাদের - কিন্তু কেউ এই ঋণ পায় না। ব্যাংকগুলু এ ব্যাপারে কোন আগ্রহ দেখায় না। এটাকে effective করুন যাতে তরুণরা তাদের নতুন উদ্যোগের জন্য সহজেই ঋণ পায়। সূত্র: ইকবাল বাহার ফেসবুক।
সানবিডি/ঢাকা/এসএস