শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
প্রকাশিত - আগস্ট ৩, ২০১৭ ৪:৩১ পিএম

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। আজ বৃহস্পতিবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে যে, বেতন-ভাতা সংক্রান্ত খেলোয়াড়দের চুক্তি বিতর্কের অবসান ঘটাতে ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসতে আর কোনো বাধা রইলোনা।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮ই অগাস্ট বাংলাদেশ পৌঁছানোর কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। বাংলাদেশ দলের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়া জানাচ্ছে, বৃহস্পতিবার সকালে দু'পক্ষের মধ্যে মুখোমুখি আলোচনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যালেস্টার নিকোলসন এক চুক্তিতে স্বাক্ষর করেছেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় এক সংবাদ সম্মেলনে চুক্তির বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ জুন মাসে শেষ হয়ে যায়। সময়ের আগে নতুন চুক্তি না হওয়ায় বেকার হয়ে যায় দুইশোরো বেশি ক্রিকেটার। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত কোনো সফর হবে না এই বলে জুলাই মাসে অস্ট্রেলিয়া এ দলের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা সফরও বাতিল করেন। আর জুলাই মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড়েরা অগাস্ট মাসে বাংলাদেশ সফর বয়কট করার পক্ষে ভোট দেন। যদিও গতকাল বুধবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক স্টিভ স্মিথ বলেছিলেন বাংলাদেশ সফরে আসতে চায় তার দল কিন্তু তার আগে চুক্তি হতে হবে। বিবিসি।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.