

শিক্ষকের কথা কেউ অমান্য করতে পারে না। এই সুযোগ নিয়েই ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ছবি তুললেন এক শিক্ষক। সে ছবি ফেসবুকে পোস্টও করেছেন তিনি নিজে। একজন শিক্ষক হয়ে কীভাবে ছাত্রীদের সঙ্গে এমন ছবি তুলতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ভারতের আসামের।
খবরে জানা যায়, ওই শিক্ষকের নাম ফয়জুদ্দিন লস্কর। হায়লাকান্দি জেলার বাসিন্দা তিনি। স্থানীয় এক সংবাদমাধ্যম শিক্ষকের এই কুকীর্তির কথা ফাঁস করেন। ছবিগুলি সামনে আসার পর কেউই এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। দেখা যাচ্ছে একের পর এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি তুলেছেন ওই শিক্ষক।
মডেল হাই স্কুলের এই শিক্ষকের কীর্তি সামনে আসা মাত্র তীব্র সামাজিক রোষ তৈরি হয়। একাধিক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে শিক্ষকের শাস্তি দাবি করেন।
অভিযুক্ত শিক্ষকের অতীত জানাচ্ছে, এ ধরনের কাজে তিনি আগেও লিপ্ত ছিলেন। এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেবারও জনতার রোষের মুখে পড়েছিলেন তিনি। শাস্তিও দেওয়া হয়েছিল তাকে। তারপরও অবশ্য চাকরি নিয়ে কোনো টানাটানি হয়নি। ফলে বহাল তবিয়তেই শিক্ষক তার কাজকর্ম চালিয়ে গিয়েছেন। এদিকে মেয়েদের শিক্ষকদের সঙ্গে এই অবস্থায় দেখে আঁতকে উঠেছেন অভিভাবকরা।
পুলিশের দ্বারস্থও হয়েছেন তারা। এফআইআর করেছেন ওই শিক্ষকের নামে। কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি ওই শিক্ষক। ফলে আতঙ্কের প্রহর গুনছেন অভিভাবকরা। কেন এই ধরনের এক শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না, সে প্রশ্নও উঠেছে।