

এক ব্যবসায়ী তার গৃহপরিচারিকাকে টানা তিন মাস ধরে আটকে রেখে ধর্ষণ করেছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় গৃহপরিচারিকাকে উদ্ধার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে পটেল নগরের ওই বাড়িতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে দিল্লি পুলিশের একটি দল। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির পটেল নগরে।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের ২০ বছর বয়সী ওই পরিচারিকাকে তিন মাস ধরে লাগাতার ধর্ষণ করে আসছে ৫০ বছর বয়সী ওই ব্যবসায়ী।
ভুক্তভোগী বলেন, বাড়িতে যখন কেউ থাকত না, তখনই নিপীড়ন চালাত ওই ব্যবসায়ী। তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হত না। এমনকি ঘটনার কথা কাউকে না বলার জন্য তাকে বারবার হুমকি দেয়া হয়।
দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল বলেন, ‘মেয়েটি শুধু বাংলা বলতে জানে বলে অভিযোগ নিতে একটু দেরি হয়েছে। তবে মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে। ’