দস্যুরানি থেকে নায়িকা

প্রকাশ: ২০১৭-০৮-০৮ ১১:০২:২৭


Mousumi-Hamidঅভিনেত্রী মৌসুমী হামিদ। চরিত্রের প্রয়োজনে নানারূপে পর্দায় হাজির হয়েছেন তিনি। গত ঈদুল ফিতরে মৌসুমী অভিনীত ‘দস্যুরানি’ টেলিফিল্মটি প্রচারিত হয়।

এতে জলদস্যুদের সর্দার চরিত্রে অভিনয় করেন মৌসুমী হামিদ। জলে-জঙ্গলে গিয়ে দস্যুরানির চরিত্ররূপায়ন করাটা বেশ রোমাঞ্চকর ছিল বলে জানান এ অভিনেত্রী। টেলিফিল্মটি প্রচারের পর দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পান তিনি। এটি নির্মাণ করেন সুমন আনোয়ার।

জলদস্যুদের সর্দার থেকে এবার নায়িকার চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ। ‘নায়িকা’ নামের টেলিফিল্মে তাকে এমন চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। এ টেলিফিল্মটিও নির্মাণ করছেন সুমন আনোয়ার।

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘আবারো ভিন্ন ঘরানার, চ্যালেঞ্জিং কিছু করার প্রচেষ্টা, যা সবসময়ই আমি করে থাকি। জলদস্যুদের সর্দার থেকে একেবারে নায়িকা।’

‘নায়িকা’ টেলিফিল্মের গল্প গড়ে উঠেছে বাংলা চলচ্চিত্রের বিষয়বস্তুকে কেন্দ্র করে। এ প্রসঙ্গে নির্মাতা সুমন আনোয়ার রাইজিংবিডিকে বলেন, ‘টেলিফিল্মটির গল্পে মৌসুমী হামিদ একজন চিত্রনায়িকা। গল্পের ভেতর গল্পের প্রয়োজনে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেন তিনি। কখনো পুলিশ, কখনো বা অন্য কোনো চরিত্রে।’

মৌসুমী হামিদ ছাড়াও এতে অভিনয় করছেন-আজাদ আবুল কালাম, এফ এস নাঈম প্রমুখ। নগরীর উত্তরার বিভিন্ন স্থানে টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ চলছে। ১১ আগস্ট শুটিং শেষ হবে। ঈদুল আজহায় বাংলাভিশনে টেলিফিল্মটি প্রচারিত হবে।