শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
বার্সেলোনার চেয়ে নেইমার বড় নয় : ক্লাব প্রেসিডেন্ট
প্রকাশিত - আগস্ট ৮, ২০১৭ ১:৫৯ পিএম

২২২ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের দল প্যারিস সেন্ট জার্মেইনে নাম লিখিয়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। এই নিয়ে তর্ক-বির্তক সর্বত্র। তবে এসব আমলে না নিয়ে, বার্সেলোনার চেয়ে নেইমার বড় নয় বলে মন্তব্য করেছেন কাটালান ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।
তিনি বলেন, ‘বার্সেলোনার ঊর্ধ্বে কোন খেলোয়াড়ই নয়। তুমি জানো বার্সেলোনার সাফল্যের অংশ ছিলো নেইমার। কিন্তু নেইমার এখন আমাদের কাছে ইতিহাস। সে যেতে চেয়েছিল। এটা তার সিদ্ধান্ত ছিল। তবে তাকে হাতে রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছিলাম।’
৩১ আগস্ট ট্রান্সফারের সময় শেষ হবার আগ আগ পর্যন্ত পুনর্বিনিয়োগ করার জন্য চাপে ছিলেন বার্তোমিউ। যা ছিলো আগের রেকর্ডের দ্বিগুণ। তাই গত বছর স্বাক্ষরিত বাইআউট ক্লজের চুক্তি করার পর নেইমারকে আটকে রাখতে পারেনি বার্সেলোনা।
বাসস।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.