নওয়াজকে সরিয়ে নতুন দলীয়প্রধান নিয়োগ দিতে নোটিশ

প্রকাশ: ২০১৭-০৮-০৮ ১৮:২০:৩৯


Nawaz Sharifপাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজকে (পিএমএল-এন) নতুন দলীয়প্রধান নিয়োগ দেয়ার নির্দেশনা দিয়ে নোটিশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। পানামা পেপার্স কেলেঙ্কারির মামলায় আইনপ্রণেতা হিসেবে দলীয়প্রধান নওয়াজ শরিফ অযোগ্য ঘোষিত হওয়ায় তার জায়গায় নতুন প্রধান নিয়োগের নির্দেশনা দিয়ে মঙ্গলবার এই নোটিশ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে ডন।

ইলেকশন কমিশন অব পাকিস্তান (ইসিপ) তাদের নোটিশে বলেছে, রাজনৈতিক দল বিধি ২০০২ অনুযায়ী- অযোগ্যে ঘোষিত একজন আইনপ্রণেতা রাজনৈতিক দলের কোনো দাফতরিক দায়িত্ব পালন করতে পারবে না।

নোটিশে পানামা পেপার্স কেলেঙ্কারির মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশনার কথা উল্লেখ করা হয়। যেখানে নওয়াজকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষিত করে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগের নির্দেশ দেয়া হয়। অবশ্য এই রায়ের কিছুক্ষণ পরেই পদত্যাগ করেন নওয়াজ।

এছাড়াও, ইসিপি পিএমএল-এনের দলীয় সংবিধানের ১৫ অনুচ্ছেদ পর্যবেক্ষণ করেছে, যেখানে বলা হয়েছে দলের প্রেসিডেন্টের পদ খালি হলে এক সপ্তাহর মধ্যে তা পূরণ করতে হবে।

নির্বাচন কমিশন পিএমএল-এনকে নতুন দলীয় প্রধান নির্বাচিত করে ইসিপিকে তা অবহিত করার জন্য বলেছে।

এদিকে, ইসিপি নোটিশ দেয়ার কিছুক্ষণ পরেই পিএমএল-এন দলের জ্যৈষ্ঠ সদস্যরা উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। এতে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসারও উপস্থিত ছিলেন।