এফডিসিতে নিষিদ্ধ হওয়ায় আত্মহত্যা করেন সালমান : হীরা

আপডেট: ২০১৭-০৮-১০ ১০:৪৫:৫৬


Hira.Salmanসালমানের সাবেক স্ত্রী সামিরার বাবা শফিকুল হক হীরা বলেছেন, জনপ্রিয়তায় ভাটা পড়তে থাকায় মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ।

তিনি বলেন, ফেনসিডিল এবং মদে আসক্ত হয়ে পড়েছিলেন সালমান শাহ। মা নীলা চৌধুরীর বেপরোয়া আচরণও মন থেকে মেনে নিতে পারেনি। আর এসব কারণে নাকি আত্মহত্যার পথ বেছে নেন সালমান শাহ। একটি শীর্ষস্থানীয় অনলাইন পোর্টালের সাথে আলাপকালে এসব কথা বলেন শফিকুল হক হীরা।

হীরা বলেন, আত্মহত্যা করার কারণ হল, সে (সালমান শাহ) কিছুদিনের জন্য এফডিসিতে ব্যান (নিষিদ্ধ) হয়েছিল।   ১৯৯৫ সালে।   তারপর ’৯৬’র দিকে তার অবস্থা নিচের দিকে যেতে থাকে।   ওর অভিনয়ের মান কমে যাচ্ছিল।   কারণ ও আগে ফেনসিডিল খেত।   এরপর যখন সে হুইস্কি খাওয়া আরম্ভ করে, যেহেতু তার অভ্যাস ছিল না, তার শরীর সেটা নিচ্ছিল না।

তিনি বলেন, সালমানের হতাশা ছিল।   আবার ‍মায়ের সঙ্গে ঝগড়া ছিল।   মায়ের সঙ্গে থাকত না।   আলাদা বাড়ি নিয়ে থাকত।   নীলা চৌধুরী জাতীয় পার্টি করতেন।   উনার সম্পর্কে যেসব কথাবার্তা আছে সেগুলো তো সবাই আপনারা জানেন।   এটার জন্য সে (সালমান) ফেড আপ ছিল। আত্মহত্যার বিষয়টি শতভাগ নিশ্চিত বলেও দাবি করেন হীরা।   এই নিশ্চয়তা কিভাবে, জানতে চাইলে তিনি বলেন, তার বাবা ছিলেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট।   তিনি এটাকে অপমৃত্যু বলে স্বাক্ষর করেছেন।   এটা যে অপমৃত্যু তিনি সেটা বুঝেছেন।

হীরা বলেন, ডিবি তদন্ত করেছে।   সামিরা (সালমানের স্ত্রী), শাবনূর (চিত্রনায়িকা) সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে।   কাজের বুয়া, সালমানের পালিত বাচ্চা, তিন বছর কি সাড়ে তিন বছর বয়স ছিল, তাকে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।   তারপর ছয় মাস পর তো ডিবি রিপোর্ট দিয়েছে যে, এটা আত্মহত্যা। কিন্তু উনি (নীলা চৌধুরী) নারাজি দিলেন যে, ডিবি যে রিপোর্ট দিয়েছে সেটা আমরা মানি না।   তারপর সিআইডি তদন্ত করল। দেড় বছর পর সিআইডিও একই রিপোর্ট দিল।

সম্প্রতি সালমান শাহ খুন হয়েছেন বলে যুক্তরাষ্ট্রপ্রবাসী রাবেয়া সুলতানা রুবির ফেসবুকে ভিডিওবার্তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।    এরপর নীলা চৌধুরী রুবিকে দেশে ফিরিয়ে এনে জবানবন্দি নেওয়ার পাশাপাশি সালমানের শ্বশুরকেও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। মামলাটির এখন তদন্তে আছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সূত্র-বাংলানিউজ