বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
শেষ হলো দুই দিনব্যাপী ‘সার্ক টেক সামিট ২০১৭’
প্রকাশিত - আগস্ট ১৩, ২০১৭ ১:০৯ পিএম

সিটিও ফোরাম বাংলাদেশ এবং ইনফোকম কলকাতার আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো ২-দিনের সার্ক টেক সামিট ২০১৭ । ‘ডিজিটাল ট্রান্সফর্মেশন’ অর্থাৎ ডিজিটাল রূপান্তরকে প্রাধান্য দিয়েই আয়োজন করা হয়েছে এই সম্মেলনের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বক্তব্যে তিনি বলেন, সাইবার সিকিউরিটি নিশ্চিত করা এবং নারী ও প্রবীণ জনগোষ্ঠীকে দেশের ডিজিটাল রূপান্তরের আওতায় নিয়ে আসাকে সরকার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।’
সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার বলেন,‘ডিজিটাল রূপান্তর একেক মানুষের জন্য একেক রকম। যদিও এবারের থিম ডিজিটাল ট্রান্সফর্মেশন তবুও মূল গুরুত্বের জায়গাটি আসলে সাইবার সিকিউরিটি। কারণ প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি ঝুঁকি। কোনো সঠিক করণীয় নির্ধারণ না করেই পুরোপুরি প্রযুক্তি নির্ভর হলে হ্যাকের ঝুঁকি থেকেই যায়।’
সামিটের শেষ দিনে আইওটি, ক্লাউড, রিস্ক ম্যানেজমেন্টসহ মোট ৬ টি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দেশ বিদেশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞগণ।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.