শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় ৩৭ কয়েদির মৃত্যু
প্রকাশিত - আগস্ট ১৭, ২০১৭ ১১:২৯ এএম
ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। বুধবার কর্মকর্তারা একথা জানান।
প্রসিকিউটর দফতর জানায়, পুয়ের্তো আইয়াকুচো শহরের ওই কারাগারে কয়েক ঘণ্টাব্যাপী দাঙ্গায় ৩৭ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। এর আগে গভর্নর লিবোরিও গুয়েরুলা এক টুইটার বার্তায় কারাগারে ভয়াবহ সহিংসতায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।
প্রসিকিউটররা জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হয়ে বুধবার ভোর পর্যন্ত এই সহিংসতা চলে। এতে ১৪ কর্মকর্তা আহত হয়েছে। তবে কোনো কর্মকর্তা নিহত হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কারাগার পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ সংঘর্ষে নিহত ৩৭ জনের সকলেই ওই কারাগারের বন্দি। গুয়েরুলা জানান, দাঙ্গার সময় কারাগারে ১০৫ বন্দি ছিল। এএফপি।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.