চলচ্চিত্র শিল্পকে 'গুড বাই' জানিয়ে দিয়েছেন ঢালিউডের আলোচিত নির্মাতা শামীম আহামেদ রনী। শাকিব খানকে নিয়ে তার নির্মিত 'মেন্টাল' ও 'বসগিরি' ছবি দুটি আলোচনায় এসেছিল।
এ বছর মুক্তি পায় তার পরিচালিত 'ধ্যাততেরিকি'। শাকিবকে নিয়ে এ বছর 'রংবাজ' নামের আরও একটি ছবির কাজ শুরু করেছিলেন। কিন্তু ব্যক্তিগত ও পেশাগত বিতর্কে জড়িয়ে রনী 'রংবাজ' ছবিটি ছাড়তে বাধ্য হন। পরে অন্য এক একজনকে ছবিটি নির্মাণের দায়িত্ব দেয়া হয়।
বুধবার রাতে ফেসবুকে চলচ্চিত্র শিল্পকে বিদায় জানানোর ঘোষণা দেন শামীম আহামেদ রনী। ফেসবুকে লিখেছেন, 'ফিল্ম ইন্ডাস্ট্রিকে গুডবাই (বিদায়)... অনেক সহ্য করছি... আর সম্ভব না... এতো রাজনীতি আর প্যাঁচ ... যার যা খুশী ভাবুক ... ভালো থাকুক। '
বুধবার রাতে ফেসবুকে চলচ্চিত্র শিল্পকে বিদায় জানানোর এক ঘণ্টা পর এ সংক্রান্ত আরও একটি স্ট্যাটাস দেন রনী। সেখানে লিখেছেন, 'আমি ফিল্ম ছাড়ছি আমার ব্যক্তিগত কারণে... কাজেই দয়া করে পরিচালক সমিতি বা সংশ্লিষ্ট কাউকে জড়াবেন না প্লিজ... ভালো থাকবেন সবাই ...। '
গত ১৫ আগস্ট রনী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছেন, 'ভালো থাকার জন্য একজন মানুষই যথেষ্ট... অনেককে নিয়ে ভালো থাকা যায় না ... যন্ত্রণা ছড়ানো হয়, অন্যদের মাঝে; এমনকি নিজের মাঝেও ...।