আন্তঃব্যাংক লেনদেন ঝুঁকিমুক্ত করতে আরটিজিএস চালু
প্রকাশ: ২০১৫-১০-২৯ ১৮:১৫:২১
আন্তঃব্যাংক লেনদেন দ্রুত ও ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে দেশের ৫৫টি ব্যাংকের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার থেকে রিয়াল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থা চালু হয়েছে।
সকালে ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গভর্নর ড. আতিউর রহমান।
গভর্নর জানান, বিশ্ব ব্যাংকের কারিগরি এবং জাপান ফান্ড ফর প্রোভার্টি রিডাকশন (জেএফপিআর) ও এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় এই ব্যবস্থা চালু করা হয়েছে। এর বাস্তবায়নে প্রাথমিক অবস্থায় দেশের ৫৫টি তফসিলী ব্যাংকের পাঁচ হাজারের বেশি অনলাইন শাখার গ্রাহকরা আজ থেকেই এই সেবা পাবেন। বাকী ব্যাংক এবং শাখাগুলো ক্রমেই এ ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে।
তিনি বলেন, আরটিজিএস ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে দেশের পেমেন্ট সিস্টেম এক নতুন উচ্চতায় উন্নীত হলো। ২০১০ সালে চেক ক্লিয়ারিং ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে এর যাত্রা শুরু হয়; আরটিজিএস ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমে প্রথম অধ্যায়ের সফল পরিসমাপ্তি হলো।
আতিউর রহমান জানান, আরটিজিএস ব্যবস্থায় এক লাখ টাকা বা তার বেশি আন্তঃব্যাংক লেনদেনে তাৎক্ষনিকভাবে নিস্পত্তি করা যাবে। স্থানীয় মুদ্রার পাশাপাশি এই ব্যবস্থায় দেশের অভ্যন্তরে পাঁচটি বৈদেশিক মুদ্রাও লেনদেন করা যাবে।
কেন্দ্রীয় আরটিজিএস ব্যবস্থার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সলিউশন দিতে সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স সিএমএ স্মল সিস্টেম এবির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছে মেসার্স স্পেকট্রাম ইজ্ঞিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকরা, বাস্তবায়নকারী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এবং দেশে কর্মরত তফশিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।