বিনা-কর্তনে ‘খাস জমিন’র ছাড়পত্র
প্রকাশ: ২০১৭-০৮-১৯ ১০:৫৮:৫০

সাইমন সাদিক ও বিপাশা কবির ‘খাস জমিন’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন। ছবিটির নির্মাতা সরোয়ার হোসেন। গত বছরের পহেলা নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হয়। বৃহস্পতিবার বিনা-কর্তনে ছবিটি সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে খবর নিশ্চিত করেছেন নির্মাতা সরোয়ার হোসেন।নির্মাতা বলেন, ‘সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ডের সদস্যরাও সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। দেশের বিভিন্ন স্থানে টানা সিনেমাটির শুটিং করেছি। গরিব ভূমিহীন মানুষদের গল্প নিয়ে কাহিনী গড়ে উঠেছে।’
সাইমন বলেন, ‘সেন্সরবোর্ড থেকে আজ আনকাট ছাড়পত্র পেয়েছে। এই ছবিতে আমি গাজীপুরের একজন ভূমি কর্মকর্তা। বদলি হয়ে এখানে এসে দেখি এলাকার কিছু প্রভাবশালী লোক সব খাসজমি দখল করে নিচ্ছেন। আমি তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’
খাস জমিন সিনেমায় সাইমন, বিপাশা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন আমজাদ হোসেন, রেকেবা, কাজী হায়াৎসহ অনেকে। শেখ ডেভিডের চিত্রনাট্যে প্রযোজনায় রয়েছে ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












