

জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত পবিত্র হজ পালন করতে সপরিবারে সৌদি আরব গিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এ তথ্য জানিয়ে পোস্ট করেন তিনি।

স্ট্যাটাসে হানিফ সংকেত লিখেছেন, ‘পবিত্র হজ পালন করার উদ্দেশে আজ আমি সপরিবারে সৌদি আরব যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভ কামনা।’
পরিচালক, লেখক ও প্রযোজক হিসেবে যথেষ্ট খ্যাতি পেয়েছেন তিনি। তার সঞ্চালনা ও পরিচালনায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের জনগণকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে আনন্দ দিয়ে আসছেন।