কোন কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছি না: অনন্ত জলিল
প্রকাশ: ২০১৭-০৮-২০ ১৩:৪৮:৪৮

খোঁজ দ্য সার্চ শিরোনামে সিনেমা নিয়ে ২০১০ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। এরপর কিছু সিনেমায় অভিনয় করার পর বেশ থমকে গেছেন। পরিচালনা ও প্রযোজনা থেকেও তিনি দূরে সরে আছেন। বর্তমানে ব্যবসার পাশাপাশি ধর্ম প্রচারেই অধিক মনোযোগী হয়েছেন।জানুয়ারি মাসে ওমরাহ হজ পালন করেছেন, এরপর তাবলীগ জামাতের সঙ্গে রাজধানীর ধানমন্ডির একটি মসজিদে ছিলেন, ১৮ থেকে ২০ আগস্ট নারায়ণগঞ্জের বায়তুল আকসা মসজিদে ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন। চলচ্চিত্র ছেড়ে আপাতত ধর্মীয় কাজ নিয়েই তার ব্যস্ততা, কখনো ইসলামের দাওয়াতে, কখনো ভালমতো ধর্মীয় জ্ঞান শেখায় নিজেকে নিয়োজিত করেছেন অনন্ত।

রবিবার সকালে পশ্চিম মাইজদির জামে মসজিদ মার্কেট এলাকা থেকে সে খবরটাও ভক্তদের জানিয়ে দিলেন ফেসবুকে। তিনটি ছবিসহ স্ট্যাটাসে অনন্ত জলিল লিখেছেন, ‘বন্ধুগন, আমি কোন কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছিনা। ফাযায়েলে আমাল কিতাব পড়ার সময় ছবিটি তোলা হয় যার কারণে কিতাবসহ আমার ছবিটি প্রকাশ পায়। আমি কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ-তায়ালায় ভাল জানেন কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। সঠিক আমলের জন্য আল্লাহ-তায়ালার কাছে সবসময় দোয়া করতে থাকি।’

তিনি আরো বলেন, ‘বন্ধুগন আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি যেন ইসলাম দাওয়াত ও তাবলীগ এর কাজ করতে সক্ষম হই। বন্ধুগন আমি আজ মুন্তাখাব হাদীস পড়ছি, আল্লাহতালা যেন আমাকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন।’







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












